একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতারসারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার....
ভোরের
সূর্যালোকের বর্ণচ্ছটায় রাঙাবে কৃষ্ণচূড়া, গ্রামীণ পথের শেষে নদীর তীরে অশ্বত্থ শাখা থেকে ভেসে আসবে কোকিলের কুহুতান,
শ্যামল প্রান্তরের
দূর-দূরান্ত থেকে বাজবে রাখালিয়ার মনকাড়া বাঁশির সুর, নীল আকাশের বুকে ডানা মেলবে উড়ন্ত বলাকার ঝাঁক,
কলকাকলিতে মুখরিত হবে
জনপদ।
আমরা যে যেখানেই
থাকি না কেন, ভালোবাসি দেশকে,
ভালোবাসি আমাদের প্রিয়
মাতৃভূমি বাংলাদেশকে।
মহান স্বাধীনতা
দিবসে জাগ্রত হোক শান্তি, ঐক্য, আনন্দ, দেশপ্রেম আর সম্মিলিত প্রচেষ্টা। সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে সবাই মিলে আজই,
এই মুহুর্তে ফিরে যাই
আমাদের শেকড়ে, প্রতিজ্ঞাবদ্ধ হই,
এক হই। লক্ষ্য একটাই,
এই জন্মভূমির মর্যাদা
যেকোনো মূল্যে তুলে ধরবো সুউচ্চে।
সবাইকে স্বাধীনতা
দিবসের শুভেচ্ছা।
Happy Independence Day. Warm
wishes to all in the eve of the independence day of Bangladesh. Heartiest salute and paying rich tributes to
the three million martyrs for their supreme sacrifice for the country.As the clock strikes 11:00 this morning, the world will witness the setting of a new world record when three lakh(300000) people will sing in unison the national anthem of Bangladesh at Dhaka and expecting more hundred thousand will sing at the same time whole over the world.