অভিনন্দন বড় আপা তোমাকে। সুদুর প্রবাসে ও আমি আনন্দে আপ্লুত। চট্টগ্রাম প্রেস ক্লাব এ গতকাল 'রত্নগর্ভা ' উপাধিতে সম্মানিত হয়েছ তুমি। তোমার এই অর্জন আমাদের পরিবারের জন্য অনেক বড় সম্মান। আজ থেকে দশ বছর আগে আমার প্রয়াত মা ও এখানে 'রত্নগর্ভা ' উপাধিতে সম্মানিত হয়েছিল। তুমি যোগ্য মায়ের যোগ্য কন্যা হিসেবে আমাদের ও গর্বিত করেছ। তোমার সাথে সাথে দুলাভাইকে ও অভিনন্দন । একজন সৎ ও আদর্শবান মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। খুব ভালো লাগে যখন সমাজ সৎ ও যোগ্য মানুষদের মূল্যায়ন করে। আয়োজক সংগঠন এর কর্ণধার জনাব সিরাজুল করিম মানিক ভাইকে আমার সশ্রদ্ধ সালাম। তার মহতী এই কর্মকান্ড সুদীর্ঘ কাল ধরে অব্যাহত রাখার জন্য।