প্রতিদিন কাজ থেকে আসার সময় লন্ডনের প্রসাধনী এবং শপিং পাড়া খ্যাত বন্ড স্ট্রিট এবং অক্সফোর্ড স্ট্রিট এর উপর দিয়ে আসতে হয়। পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে দোকানগুলো। এত ক্রেতা ফলে ফুটপাথ দিয়ে হাটাই কষ্ট । সমগ্র বিশ্বের ধনী লোকগুলো আর ইউকের ধনী লোকেরা এখানে ভিড় করে কেনা কাটার জন্য। সব বড় বড় ব্রান্ডের শো রুম গুলো এখানে অবস্থিত । আমার আবার একটা বদ স্বভাব হলো শপিং মলের পাশ দিয়ে যাওয়ার সময় একটু হলেও ভিতরে ঢু মারতে ভালো লাগে। আজ এটা -সেটা দেখতে দেখতে ভাবলাম একটা ঘড়ি কিনি। ঢুকলাম বিখ্যাত ব্র্যান্ড ফসিলের শো রুমে। ভিতরে ঢুকেই তো চক্ষু চড়াক। না; দামী দামী ঘড়ি দেখে নয় বরংচ সেলস ওম্যান গুলো একটার চেয়ে একটা এত সুন্দর যে আমি কি ঘড়ি কিনব বরংচ সানগ্লাসটা না খুলেই কিছুক্ষণ অপলক চোখে দেখলাম আল্লাহর সৃষ্ট সুন্দর এই সৃষ্টিকে। সবচেয়ে সুন্দর যে তার পাশেই গিয়ে ঘড়ি দেখার চেষ্টা করছিলাম। সে একটা হাসি দিয়ে এগিয়ে আসলো। এত সুন্দর কোনো মানবী হতে পারে ভাবতে পারছিলামনা। যাই হোক দাম শুনে মাথা খারপ হয়ে যাওয়ার অবস্থা। যেটাই পছন্দ হয় সেটা ২০০০০ টাকার উপরে। এইদিকে আবার মেয়েটাও কোনো অজানা কারণে কাস্টমার হিসেবে আমাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছিল মনে হলো। সে একটার পর একটা ঘড়ি দেখাতেই লাগলো। আমার হাতে পরিয়ে দেখানোর চেষ্টা করছে কোনটায় আমাকে মানাচ্ছে । আমি তখন তাকে বললাম ঠিক আছে তুমি যেটা পছন্দ করবে সেটাই আমি নেব। তবে আমার ক্রয় ক্ষমতার ভিতরে। তাও তোমার সম্মানে। নিজের অজান্তেই কথাটা বলেই ফেললাম। জানতে চাইলাম তার অরিজিন কোন দেশ। সে বলল কুর্দিস্তান । আমি বললাম আমার জানা মতে। এই নামেতো কোনো স্বাধীন দেশ নেই। আমি জানি ইরাকের কিছু অংশে কুর্দিস বাস করে , আর কিছু ইরানে। কিন্তু দেশতো নেই। আমি বললাম তোমাকেত আমি ভেবেছিলাম লেবনিস (লেবানন) কেউ হবে । আমার ধারনা ছিল লেবানন এবং মিশরের মেয়েরা খুব সুন্দরী হয়। যদিও ইউরোপের প্রায়ই মেয়েরা অনেক অনেক সুন্দর। তার দৃষ্টি আকর্ষণের জন্য, আন্তরিকতা পাওয়ার আশায় প্রসঙ্গকে এড়িয়ে দুঃখ প্রকাশ করলাম সাম্প্রতিক ফিলিস্তিনে নিহতদের জন্য। নিজের সহানুভুতি, সমর্থন ও লেখালেখির কথা জানালাম । সে তখন আমকে বললো ফিলিস্তিনিদের জন্য আপনারা কেঁদে অস্থির অথচ আজ কয়েক যুগ ধরে আমরা নিজ দেশে নির্যাতিত। আমাদের হাজার হাজার লোককে হত্যা করেছে ইরাক এর সাদ্দাম বাহিনী, তুরুস্কের সরকারপন্থীরা, সিরিয়ার সরকারপন্থীরা কিংবা ইরানের শাসক গোষ্টি। কেও কি সেই খবর রাখে? আমরাতো যুগ যুগ ধরে স্বাধীন কুর্দিস্তান রাষ্টের জন্য লড়ছি। কিন্তু দুর্ভাগ্য কেও তো আজোবধি আমাদের জন্য লন্ডনের রাজপথে নামেনি যেমনটি আপনারা ফিলিস্তিনের জন্য নেমেছেন। আমরাওতো মুসলমান। মুসমান মুসলমানকে হত্যা করছে। কিন্তু আমাদের জন্য আপনাদের প্রতিবাদ কই ? কোথায় আপনাদের সহানুভুতি সাহায্য ? আমাদের ও হাজার হাজার শিশু না খেয়ে কষ্টে আছে। কোথায় সারা বিশ্বের মানবতা। ?ইরাক , সিরিয়া ,ইরান এবং তুরস্ক কোথায় নয় শাসক গোষ্টি কিংবা বিরোধী পক্ষ আমাদের হত্যা করছে প্রতিদিন। কেও তো এটা নিয়ে কথা বলেনা ? গত দুই শতকে আমাদের কমপক্ষে ৫০ লক্ষ্ মানুষকে তারা হত্যা করেছে । হাজারো যুবতী মেয়েরা হয়েছে নির্যাতিত ও ধর্ষিত। কেনো আমাদের বাবা, মা, ভাই বোনরা নিজের জন্মভূমি ফেলে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ? ইসরাইলিরা নিজের দেশ না হওয়া শর্তেও জোর করে ইসরাইলী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো এবং দিনের পর দিন পরিসর বৃদ্ধি করেই চলল। আর আমরা নিজ জন্মভূমি থেকে বিতারিত হচ্ছি প্রতিনিয়ত। আমাদের অপরাধ কোথায় ? আমরা শুধু স্বাধীনতা চাই। চাই একটি স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র। আর নির্যাতিত হতে চাইনা। বাবা , ভাই , চাচা সবাইকে হারালাম। আর কতদিন আমরা এইভাবে লড়ব ? বলতে বলতে আমি দেখলাম তার চোখের কোনা গড়িয়ে জল পড়ছে । ইচ্ছে করছিল তার সেই জল মুছে দিই। জড়িয়ে ধরে তার কষ্টের সাথী হই। তা কি সম্ভব? নিশ্চয় না। তার সেই সব প্রশ্নের জবাব আমার কাছে নেই। বিলেতে না থাকলে হয়ত কোনদিন জানা হতোনা আসল সত্য। সারা বিশ্বে কতো যে জাতিগত, গোত্রগত, বর্ণগত বৈষম্য , দন্ধ বিগ্রহ - যুদ্ধ ফেসাদ লেগে আছে তার শেষ নেই। তার কতটুকুই বা আমরা জানি। মাজে মধ্যে ভাবি আমরা বাংলাদেশীরা অনেক ভালো আছি। সারা বিশ্বে এখনও লক্ষ্ লক্ষ্ লোক নির্যাতিত। নিজ জাতির মানুষেরা নিজেদের হত্যা করছে, মুসলমান মুসলমানকে হত্যা করছে , নির্যাতন করছে। আমরা কয়জনই বা তার প্রতিবাদ করি কিংবা জানি ? পশ্চিমা কিংবা আরব্য মিডিয়াগুলো আসলে এইবেপারে কতটুকু ভুমিকা রেখেছে। কোনো এক অজ্ঞাত কারণে অনেক সংবাদই মিডিয়াতে আসেনা। খোদ ইরাক , সিরিয়ার পত্রিকাতেও অনেক সময় আসেনা। আসলে ইসরাইলিরা যত মুসলমানকে হত্যা করেছে তার চেয়েও বেশি মুসলমান হত্যা করা হয়েছে নিজেদের মধ্যে কোন্দল, জাতিগত দাঙ্গা , ধর্মীয় দলাদলি , ক্ষমতার দখল ইত্যাদি কারণে তার হিসেব কি আমরা জানি ? সাদ্দাম বাহিনী কত হাজার হাজার কুর্দিসকে হত্যা করেছে , হাজার হাজার নারীকে করেছে নির্যাতন ও ধর্ষণ এবং তাদেরকে জন্মভূমি থেকে বিতারিত করেছ আমরা কি কেও তার হিসাব রাখি ? ইরাক ,তুরস্ক, ইরান , সিরিয়া থেকে হাজারও কুর্দিসকে বিতারিত করা হয়েছে জন্মভুমি থেকে। কারণ সবারই ভয় একটা যদি তারা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন কুর্দিস্তান আন্দোলনে জড়িয়ে পড়ে । কারণ তারা জানে কুর্দিসরা বিশাল অঞ্চল জুড়ে চড়িয়ে আছে । তারা যদি ঐক্যবদ্ধ হয় সেটা এই সব রাষ্টের জন্য হুমকি হয়ে দাড়াবে। ব্রিটেন কিংবা পচ্চিমা বিশ্বকে যতই মন্দ বলিনা কেন তাদের অনেককেই রাজনৈতিক আশ্রয় দিয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং আমেরিকা । সত্য বলতে কি কুর্দিস্তান অঞ্চলের মেয়েরা আসলেই অপূর্ব সুন্দর।
Tears of a Kurdish girl- We want independence??ISIS(Islamic State of Iraq and Syria) or Kurdish movement?![]() |
Erzo Trifa (Fossil Employee who has inspired me writing this article on Kurdish history) |
তবে মজার বেপার হলো বর্তমানে যে ইসলামিক স্টেটস অব ইরাক এন্ড সিরিয়া প্রতিষ্ঠায় প্রতিনিয়ত যুদ্ধ চলছে তার সাথে কুর্দিস্তান আন্দোলনের সম্পর্ক নেই। যদিও ISIS আন্দোলনের জিহাদিরা সুন্নি মতাদর্শী আর কুর্দিদের বড় অংশ সুন্নি মতাদর্শি তারপরও তাদের সাথে ISIS এর যুদ্ধ লেগেই আছে। প্রথমত কারণ সাদ্দাম সমর্থিত এই সুন্নিরাই সাদ্দাম শাসন আমলে নির্বিচারে কুর্দিদের হত্যা করেছে , গৃহ ছাড়া করেছে। স্বাভাবিক কারণে তাদের সাথে মিল হতে পারেনা। দ্বিতীয়্ত ISIS যে এলাকাকে স্বাধীন ISIS বানাতে চায় তার অনেক অংশ তাদের প্রস্তাবিত কুর্দিস্তান রাষ্টের অংশ । তাদের সাথে কুর্দিশদের সম্পর্ক ভালো না হওয়ার আরেকটা কারণ হলো - অনেকে মনে করে কুর্দিসরা এজিদেরই বংশধর। এই বেপারে তাদের মধ্যেও দ্বিমত আছে। ধারনা করা হয়ে থাকে তারা মুয়াবিয়া সম্প্রদায়ের লোকজন ছিলেন। যদিওবা তারা নিজেদের কে এজিদের বংশধর পরিচয় দিতে চাননা। সে বিশাল ইতিহাস। মূলত সুন্নিদের সাথে তাদের দন্ধের অন্যতম কারণ হলো ক্ষমতার লড়াই। এজিদের বিষয়টা কে তাদের রাজনৈতিক সুবিধার জন্য আনা হয়ে থাকতে পারে মনে করি। যেমনটি আমাদের দেশে মাজে মাজে প্রধান দুই দল করে থাকে। আবার শিয়াদের সাথেও কুর্দিদের দন্ধ তাও ক্ষমতার লড়াই। তাদের দমন করার অন্যতম কারণ হলো তারা স্বাধীনতা চায়। যা প্রতিটা উল্লেখিত রাষ্টের জন্য হুমকি স্বরূপ। ইরাক, ইরান,সিরিয়া কিংবা তুরস্ক সবাই তাদের দমন করেতে চায় কারণ তারা তাদের অংশ নিয়ে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্টা করতে চায়। যার কারনে তারা আজও নির্যাতিত। তারা যেন উঠে দাড়াতে না পারে সে বেপারে সব সরকারই তাদের বিরুদ্ধে কাজ করে। কিন্তু সত্য ইতিহাস হলো তারা একদিন স্বাধীন ছিল এবং কুর্দিস্তান নাম একটা রাষ্ট্র ছিল। তারা একটা সুশিক্ষিত জাতি ছিল। এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয় -মনে রাখতে হবে জাতিগত, গোত্রগত কিংবা ধর্মীয় দন্ধ , মারামারি কখনই একটি রাষ্টের কল্যাণ বয়ে আনেনা। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নাস্তিক -অনাস্তিক ইত্যাদি ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করে, জনগনকে বিব্রান্ত করে অনেক দলই নির্বাচনী বৈতরণী পার করতে চায় আজকাল আমাদের দেশে । জনগনকে মনে রাখতে হবে এটার ফলাফল খুবই খারাপ । একটা রাষ্টের নিচ্চিত অর্থনৈতিক বিপর্যয়। যার প্রমান আমরা আজ লিবিয়া , মিশর , সিরিয়া এবং পাকিস্তান সহ অনেক মুসলিম দেশে দেখতে পাই । খুশির খবর হলো আমেরিকা , যুক্তরাজ্য এবং পশ্চিমা বিশ্ব গত কিছুদিন ধরে কুর্দিসদের আন্দোলনকে সমর্থন করছে এবং সামরিক সাহায্য দেওয়া হচ্ছে । ইতিমধ্যে আমেরিকা এবং যুক্তরাজ্য কিছু আধুনিক অস্ত্র কুর্দিসদের মধ্যে সরবরাহ করেছে। অবশ্য এর পিছনে কারণ হলো আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ISIS আন্দোলনকে ভালো চোখে দেখছেনা। তাদের ধারণা ISIS অচিরেই আল কায়েদার মত আরেকটা জঙ্গি সংগঠন এর জন্ম দিবে। বিশেষ করে ইতিমধ্যে অনেক পশ্চিমা যুবক তাদের ধর্ম যুদ্ধ জিহাদের আহবানে সারা দিয়ে যুদ্ধে যোগ দিয়েছে। এটা আসলে বলা জটিল কেন এটা জিহাদ হবে। এই মুহুর্তে কেন একটি ইসলামিক রাষ্ট্র সেখানে প্রয়োজন ? তারা বলছে মুসলিম যুবতীরা যৌন জিহাদে শরিক হতে। ব্রিটেন , আমেরিকা এবং পশ্চিমের দেশের বেশ কিছু যুবক তাদের সাথে যোগ দিয়েছে। তাদের বক্তব্য এটা ধর্ম যুদ্ধ। সুতরাং এটা জিহাদের সমতুল্য। এই নিয়ে আমেরিকা , যুক্তরাজ্য অনেকটা চিন্তিত । অনকে পশ্চিমা মুসলিম রমনীরা যৌন জিহাদের উদ্দশে সিরয়া এবং ইরাক পাড়ি দিয়েছে। স্বভাবত এটা তাদের জন্য চিন্তার বিষয়। এই সমস্ত বিষয়গুলু ভাবায় এদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। এটা বলা খুবই জটিল ISIS আন্দোলন কেন এবং কতটুকু যৌক্তিক। অথবা এর সাথে অন্য কোনো রাজনীতি জড়িয়ে আছে কিনা। এই মুহুর্তে ISIS এর কাছে তেমন আর্থিক সংকট নেই কারণ মসুল এর দখল তাদের কাছে আর সেখান এর তেল বিক্রির টাকা তাদের কাছেই আছে এবং এই বিশাল অর্থ জিহাদী আন্দোলনে ব্যায় হচ্ছে। কথা উঠেছে Islamic state of Iraq & Syria কি আসল লক্ষ্য নাকি এটা একটা রাজনৈতিক বাহানা এই বিশাল অর্থের দখল নেয়া। সেই হিসেবে বরঞ্চ আমার কাছে কুর্দিস্তান আন্দোলনের যৌক্তিকতা অনেক গ্রহণযোগ্য কারণ শত শত বছর ধরে তারা নির্যাতিত , নিজ ভূমে তারা পরাধীন। নিচে কুর্দিস্তানের ইতিহাস এবং আন্দোলনের কারণ সংক্ষেপে করার চেষ্টা করলাম। বাকি লেখাটা ইংরেজিতে লিখলাম এর্জো এবং বিদেশী বন্ধুরা জেনে পড়তে পারে। তা ছাড়া বর্তমানে কুর্দিসদের সমর্থনের যৌক্তিকতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে পশ্চিমা বিশ্বে। ইতিমধ্যে এর যৌক্তিকতা থাকায় আমেরিকা এবং ইউকে তাদেরকে সামরিক সাহায্য দেওয়া শুরু করেছে। হতে পারে এবেপারে তাদের ভিন্ন কারণ থাকতে পারে। তারপর আমি মনেকরি এই সহযোগিতা ও সমর্থন সময়োপযোগী।
কুর্দিস্তান আসলে কি ? কোথায় এর অবস্থান ? কেন এই দীর্ঘ সংঘাত ?
Necessity of Kurdistan movement - a big question? Why this movement?
Necessity of Kurdistan movement - a big question? Why this movement?
This article is basically on Kurdish movement and their basic history. Why they are fighting since long times for independence to establish Kurdistan as an independent country. The question is why they want independence and whether it is their rights or they are wrong? I have just wrote this article as a support to their movement and also I promised to Erzo if I find their movement has true logic and necessity then I will try writing something on their movement. I am not historian or well experienced person on this issue but I felt the importance to write something for the Muslim people to understand the reality. They can think and compare who should be supported. I tried to add as much as link to know more details on the specific area.
Today the Kurds are about 40 million. Their homeland is called Kurdistan, which means “country of the Kurds”. Kurdistan is not the name of a country or state, but rather, a land which in the 20th century was obligatorily divided among five states (Turkey, Iran, Iraq, Syria and the Soviet Union). After the dissolution of the Soviet Union in the beginning of the 1990`s, the Soviet part of Kurdistan (“red Kurdistan”) became a part of Azerbaijan and Armenia. The Kurds are today the largest stateless territorial nation in the world.
"Land of the Kurds" also formerly spelled Curdistan; ancient name: Corduene is a roughly defined geo-cultural region wherein the Kurdish people form a prominent majority population, and Kurdish culture, language, and national identity have historically been based. Contemporary use of Kurdistan refers to large parts of eastern Turkey (Turkish Kurdistan), northern Iraq (Iraqi Kurdistan), northwestern Iran (Iranian Kurdistan) and northeastern Syria (Syrian Kurdistan) inhabited mainly by Kurds. Kurdistan roughly encompasses the northwestern Zagros and the eastern Taurus mountain ranges.
Language : Kurdish,
Turkish, Arabic and Persian
Location :Western
and North western Iranian Plateau: Upper Mesopotamia, Zagros , South eastern
Anatolia, including parts of north western Iran, northern Iraq, north eastern
Syria and south eastern Turkey. Kurdistan divided in to four parts.
Eastern Kurdistan ,Northern Kurdistan, Southern
Kurdistan, Western Kurdistan
Area (Apm.) : 190,000–390,000 km²
74,000–151,000 sq. mi
Population : 35
to 40 million (Kurdish population) (Est.)
Some Kurdish nationalist organizations seek to create an
independent nation state of Kurdistan, consisting of some or all of the areas
with Kurdish majority, while others campaign for greater Kurdish autonomy
within the existing national boundaries. Iraqi Kurdistan first gained
autonomous status in a 1970 agreement with the Iraqi government, and its status
was reconfirmed as an autonomous entity within the federal Iraqi republic in
2005. There is a province by the name Kurdistan in Iran; it is not
self-ruled. Kurds fighting in the Syrian Civil War were able to take control of
large sections of northeast Syria as forces loyal to al-Assad withdrew to fight
elsewhere. Having established their own government, some Kurds called for
autonomy in a democratic Syria; others hoped to establish an independent
Kurdistan.
Between 1921 to 1923 The Kingdom of Kurdistan refers to a short-lived unrecognized state proclaimed in the city of Sulaymaniyah following the collapse of the Ottoman Empire. Officially, the territory involved was under the jurisdiction of the British Mandate of Mesopotamia. Added here all the links fore more information's.
During the collapse of the Ottoman Empire, Kurds in Iraq attempted to establish a semi-independent state. On at least one occasion they succeeded and formed the Kingdom of Kurdistan, which lasted from September 1922 until July 1924.
On the 10 October 1921, a statement was issued in Sulaymaniya, the capital of Kurdistan, to establish a Kurdish government. Sheikh Mahmud Barzanji declared himself as the King of the Kingdom of Kurdistan.
After the Treaty of Sèvres, which settled some territories, Sulaymaniya still remained under the direct control of the British High Commissioner. After the subsequent penetration of the Turkish "Özdemir" Detachment into the area, an attempt was made by the British to counter this by appointing Shaykh Mahmud Governor again, in September 1922. The Shaykh revolted again, and in November declared himself King of the Kingdom of Kurdistan. Members of his cabinet included:
Abdulkarim Alaka, a Christian Kurd - Finance Minister Ahmed Bagy Fatah Bag - Customs Minister Hajy Mala Saeed Karkukli - Justice Minister Hema Abdullah Agha - Labour Minister Mustafa Pasha Yamolki- Education Minister Shaikh Qadir Hafeed - Prime Minister Shekh Mohammed Gharib - Interior Minister Zaky Sahibqran - Defence Minister of the Kurdish National Army
Barzanji was defeated by the British in July, 1924, and in January 1926 the
Barzanji was defeated by the British in July, 1924, and in January 1926 the League of Nations gave the mandate over the territory to Iraq, with the provision for special rights for Kurds. In 1930-1931, Shaykh Makhmud Barzanji made his last unsuccessful attempt.
Iraq kurdish
The long history of Kursih movement no doubt very interesting. I personally believe they have the rights to fight for their land and independence. Hundreds of thousand died since last decades. I believe they have their own culture, own tradition, language and long heritage customs. Their people are now surrounded whole over the Europe and middle east. They have plenty of scholar people. They have the rights to live with their culture and custom in their land with freedom. I logically support their movement. I have confusion and doubt about ISIS(Islamic state of Iraq and Syria) movement whether it is the necessity or power game by western super power or the movement for existence to survive. Or it is may be control of big oil reserve in Iraq. It is also true ISIS people are also the victim of present ruling government. But the question is - Is it for true Islamic state or only for patrol control and wealth issues. What I understand Kurdish movement has no relation with this group though they(ISIS) also started from Iraq and in same area of middle east. Though it is a conflict with ISIS vs Kurdish but as a humanitarian ground I personally believe the necessity and demand of Kurdish movement for independence.
![]() |
Kurdish girl with traditional dress |
The Shaykh of the Qadiriyyah order of Sufis, the most influential personality in Southern Kurdistan, was appointed Governor of the former sanjak of Duhok, but rallied against the British and declared an independent Kurdistan in May, 1919. He was defeated in June.
The British Royal Air Force's Iraq Command acting on behalf of the Iraqi government in Baghdad played a part in bringing the Kingdom of Kurdistan to an end.
Let see the position of Iraqi Kurdistan
Iraqi Kurdistan,
home to 6 million ethnic Kurds, is an autonomous region of three provinces
administered by the Kurdish regional government (KRG), within Iraq's federal
system.
Decades of
struggle by the Kurds to establish self-rule were boosted following the 1991
Gulf War, when a Kurdish safe haven was created in northern Iraq, protected by
NATO air power.
Predominately
Sunni Muslim, Kurds have a distinct culture and language that sets them apart
from Iraq's Arab-majority population.
About 40
million Kurds live in an arc spanning Syria, Turkey and Iran. None of these
nations welcome the prospect of an independent Kurdish state in their midst.
For decades,
Turkey has fought against its own Kurdish separatist movement, the PKK, which
operates from sanctuaries across the border in Iraqi Kurdistan.
Yet Turkish
companies have invested billions of dollars in the KRG's booming economy, and
Turkey's government now views the Kurds as an important buffer against the
Islamic militants who have swept across northern Syria and Iraq.
For nearly a
decade, Kurdistan has marketed
itself internationally as "the other Iraq": a
safe, prosperous, Western-friendly haven with a stable democracy. The pitch has
paid off. Foreign investment has poured in to drive a thriving economy.
Despite the
marketing spin, Kurdistan is still part of Iraq and has endured sporadic
attacks and occasional suicide bombings in the decade since Saddam Hussein was
deposed, but nothing remotely comparable to the anarchy that has engulfed other
regions of Iraq.
Two key
factors to Kurdistan's stability have been ethnic homogeny – 95 per cent of the
population is Kurdish – and security; the Kurds maintain a large military
force, the Peshmerga, which translates as "those who face
death".
The modern
Peshmerga evolved from the fierce Kurdish guerrilla forces that spent decades
fighting the Hussein regime from sanctuaries on the mountainous border with
Iran.
The Peshmerga
does periodically support Iraq's national forces, but in reality they are an
independent army under the command of the KRG.
The KRG has
all the other trappings of a quasi-state, complete with its own flag and
international-style border posts that tightly control entry from the rest of
Iraq. Non-Kurds need a good reason to enter the KRG.
Its
president, Massoud Bazarni, has long engaged in a delicate political balancing
act between participation in the Iraq federation while also harbouring
ambitions to ultimately declare full independence.
Relations
between Baghdad and the KRG are usually tense, fuelled by a volatile mix of
nationalism and oil.
Kurds position in Iraq, Turkey and Syria
Iraqi
Kurdistan has undergone a remarkable transformation in the subsequent 23 years,
yet the US is returning once more to the role of protector in Kurdistan's
skies.
Kurds constitute approximately
17% of Iraq's population. They are the majority in at least three provinces in
northern Iraq which are together known as Iraqi
Kurdistan. Kurds also have a presence in Kirkuk, Mosul, Khanaqin, and Baghdad. Around
300,000 Kurds live in the Iraqi capital Baghdad, 50,000
in the city of Mosul and
around 100,000 elsewhere in southern Iraq.
Kurds led by Mustafa
Barzani were engaged in heavy fighting against successive Iraqi
regimes from 1960 to 1975. In March 1970, Iraq announced a peace plan providing
for Kurdish autonomy. The plan was to be implemented in four years. However, at the same time, the Iraqi regime started an Arabization program in
the oil-rich regions of Kirkuk and Khanaqin. The
peace agreement did not last long, and in 1974, the Iraqi government began a
new offensive against the Kurds. Moreover in March 1975, Iraq and Iran signed
the Algiers Accord, according to
which Iran cut supplies to Iraqi Kurds. Iraq started another wave of
Arabization by moving Arabs to the oil fields in Kurdistan, particularly those
around Kirkuk. Between
1975 and 1978, 200,000 Kurds were deported to other parts of Iraq.
During the Iran-Iraq
War in the 1980s, the regime implemented anti-Kurdish
policies and a de facto civil war broke out. Iraq was widely condemned
by the international community, but was never seriously punished for oppressive
measures such as the mass murder of hundreds of thousands of civilians, the
wholesale destruction of thousands of villages and the deportation of thousands
of Kurds to southern and central Iraq.
The genocidal campaign, conducted
between 1986 and 1989 and culminating in 1988, carried out by the Iraqi
government against the Kurdish population was called Anfal ("Spoils
of War"). The Anfal campaign led to destruction of over two thousand
villages and killing of 182,000 Kurdish civilians. The
campaign included the use of ground offensives, aerial bombing, systematic
destruction of settlements, mass deportation, firing squads, and chemical
attacks, including the most infamous attack on the Kurdish town of Halabja in 1988 that killed
5000 civilians instantly
After the collapse of the Kurdish
uprising in March 1991, Iraqi troops recaptured most of the Kurdish areas and
1.5 million Kurds abandoned their homes and fled to the Turkish and Iranian
borders. It is estimated that close to 20,000 Kurds succumbed to death due to
exhaustion, lack of food, exposure to cold and disease. On 5 April 1991, UN Security Council passed
resolution which
condemned the repression of Iraqi Kurdish civilians and demanded that Iraq end
its repressive measures and allow immediate access to international humanitarian
organizations. This
was the first international document (since the League
of Nations arbitration of Mosul in 1926) to mention Kurds by name.
In mid-April, the Coalition established safe havens inside Iraqi borders
and prohibited Iraqi planes from flying north of 36th parallel. In
October 1991, Kurdish guerrillas captured Erbil and Sulaimaniyah after a
series of clashes with Iraqi troops. In late October, Iraqi government
retaliated by imposing a food and fuel embargo on the Kurds and stopping to pay
civil servants in the Kurdish region. The embargo, however, backfired and Kurds
held parliamentary elections in May 1992 and established Kurdistan Regional Government (KRG).
The Kurdish population welcomed
the American troops in 2003 by holding celebrations and dancing in the streets.[188][189][190][191] The
area controlled by peshmerga was expanded, and Kurds now have
effective control in Kirkuk and parts of Mosul. The
authority of the KRG and legality of
its laws and regulations were recognized in the articles 113 and 137 of the new
Iraqi Constitution ratified in
2005.By the
beginning of 2006, the two Kurdish administrations of Erbil and Sulaimaniya
were unified. On August 14, 2007 Yazidis were targeted in a series of bombings that
became the deadliest suicide attack since the Iraq War began,
killing 796 civilians, wounding 1,562.
Turkey
According to CIA
Factbook, Kurds formed approximately 18% of the population in
Turkey (approximately 14 million) in 2008. One Western source estimates that up
to 25% of the Turkish population is Kurdish (approximately 18-19 million
people). Kurdish
sources claim there are as many as 20 or 25 million Kurds in Turkey. In
1980, Ethnologue estimated the number of Kurdish-speakers
in Turkey at around five million, when
the country's population stood at 44 million Kurds
form the largest minority group in Turkey, and they have posed the most serious
and persistent challenge to the official image of a homogeneous society. This
classification was changed to the new euphemism of Eastern
Turk in 1980.
Several large scale Kurdish
revolts in 1925, 1930 and 1938 were suppressed by the Turkish government and
more than one million Kurds were forcibly relocated between 1925 and 1938. The
use of Kurdish language, dress, folklore, and
names were banned and the Kurdish-inhabited areas remained under martial
law until 1946. The Ararat
revolt, which reached its apex in 1930, was only suppressed
after a massive military campaign including destruction of many villages and
their populations. In quelling the revolt, Turkey was assisted by the close
cooperation of its neighboring states such as Soviet
Union, Iran and Iraq. The
revolt was organized by a Kurdish party called Khoybun which signed a
treaty with the Dashnaksutyun (Armenian Revolutionary
Federation) in 1927. By the
1970s, Kurdish leftist organizations such as Kurdistan Socialist
Party-Turkey (KSP-T) emerged in Turkey which were against violence and
supported civil activities and participation in elections. In 1977, Mehdi
Zana a supporter of KSP-T won the mayoralty of Diyarbakir in the
local elections. At about the same time, generational fissures gave birth to
two new organizations: the National Liberation of Kurdistan and the Kurdistan
Workers Party.
The Partiya Karkerên Kurdistan (PKK), also known as
KADEK and Kongra-Gel, is considered by the US, the EU, and NATO to be a
terrorist organization.It is
an ethnic secessionist
organization using violence for the purpose of achieving its goal of creating
an independent Kurdish state in parts of southeastern Turkey,
northeastern Iraq,
northeastern Syria and
northwestern Iran.
Between 1984 and 1999, the PKK
and the Turkish military engaged in open war, and much of the countryside in
the southeast was depopulated, as Kurdish civilians moved to local defensible
centers such as Diyarbakır, Van, and Şırnak, as
well as to the cities of western Turkey and even to western Europe. The causes
of the depopulation included PKK atrocities against Kurdish clans they could
not control, the poverty of the southeast, and the Turkish state's military
operations. State
actions also included forced inscription, forced evacuation, destruction of
villages, severe harassment and extrajudicial executions.
Leyla
Zana, the first Kurdish female MP from Diyarbakir, caused an
uproar in Turkish Parliament after
adding the following sentence in Kurdish to her
parliamentary oath during the swearing-in ceremony in 1994:[146]
I take this oath
for the brotherhood of the Turkish and Kurdish peoples.
In March 1994, the Turkish Parliament voted to lift
the immunity of Zana and five other Kurdish DEP
members: Hatip Dicle, Ahmet Turk, Sirri Sakik, Orhan Dogan and Selim Sadak.
Zana, Dicle, Sadak and Dogan were sentenced to 15 years in jail by the Supreme
Court in October 1995. Zana was awarded the Sakharov
Prize for human rights by the European Parliament in 1995. She
was released in 2004 amid warnings from European institutions that the
continued imprisonment of the four Kurdish MPs would affect Turkey's bid to
join the EU.[147][148] The
2009 local elections resulted in 5.7% for Kurdish political party DTP.
Officially protected death squads
are accused of disappearance of 3,200 Kurds and Assyrians in 1993 and 1994 in
the so-called mystery killings. Kurdish politicians, human-rights
activists, journalists, teachers and other members of intelligentsia were among
the victims. Virtually none of the perpetrators were investigated nor punished.
Turkish government also encouraged Islamic extremist group Hezbollah to
assassinate suspected PKK members and often ordinary Kurds.[150] Azimet
Köylüoğlu, the state minister of human rights, revealed the extent of
security forces' excesses in autumn 1994: While acts of terrorism in other
regions are done by the PKK; in Tunceli it is state terrorism. In Tunceli, it
is the state that is evacuating and burning villages. In the southeast there
are two million people left homeless.[151]
Iran
The Kurdish
region of Iran has been a part of the country since ancient times.
Nearly all Kurdistan was part of Iranian
Empire until its Western part was lost during wars against the Ottoman
Empire.
Following dissolution of the Ottoman Empire, at Paris Conferences of 1919 Tehran
has demanded all lost territories including Turkish
Kurdistan, Mosul, and even Diyarbakır, but
demands were quickly rejected by Western powers. This
area has been divided by modern Turkey, Syria and Iraq.[154] Today,
the Kurds inhabit mostly north western territories known as Iranian
Kurdistan but also north eastern region of Khorasan, and
constitute approximately 7-10% of
Iran's overall population (6.5–7.9 million), comparing to 10.6% (2 million) in
1956 or 8% (800 thousand) in 1850.
Very good news is from yesterday finally Britain and USA starts to support Kurdish movement and flying ammunition to support Kurdish fighters. The reason behind this they want to stop ISIS movement. They thought that ISIS is a threat to Britain and western world. I think so in this case Britain decision to support Kurdish movement is right and fair.
![]() |
Kurdish Flag |
![]() |
Kurdish girl with traditional dress |
![]() |
Kurdish girl with traditional dress |
Yellow portion is proposed Kurdistan Congratulation !! Britain, USA and Western world has finally start supporting Kurdish movement. |