বরফ রাজার দেশে একদিন -
Some fabulous moments in Ice kingdom
বরফ যুগের সময়টা কিরকম ছিলো প্রায় ভাবতে ইচ্ছে হয়। কেমন ছিল মানুষগুলো ? কেমন ছিল তাদের জীবন যাত্রা। না আর ভাবাভাবি নয়; ঘুরে আসি বরফ রাজ্যে। হা হা ! সত্যি সত্যি নয়; তবে মানুষের গড়া Ice Kngdom এ। নুতন বছরকে স্বাগত জানানো হলো নুতন এক এডভেঞ্চার দিয়ে। অবশ্যই ছেলে মেয়েদের খুশি করার জন্যই এ যাওয়া। তবে ঠান্ডা কারে কয় বুজলাম আর শিখলাম। বাইরে জিরো ডিগ্রী আর বরফ রাজ্যে মাইনাস ১৬/২০ ডিগ্রী। এডভেঞ্চার পেতে হলে একটু কষ্ট তো হবেই। তবে এটা ঠিক অন্তত সাইবেরিয়া কিংবা আইস ল্যান্ড এ বেড়াতে গেলে টিকে থাকতে পারব এই আস্থা অর্জিত হয়েছে এই এডভেঞ্চার এর মধ্য দিয়ে। অনেকদিন ধরে ফেসবুকে আসা হয় না। লিখিও কম। আসলে মন ভালো নেই। সে অনেক কারণ। তাই একটু মন ভালো করার চেষ্টা মাত্র। ফেবু বন্ধুরা মনে হয় আমাকে ভুলেই গেছে ? তাই একটু রস দিয়ে লিখলাম। বরফ রাজ্যর কিছু ছবি স্বপরিবারে -
![]() |
Ice kingdom/বরফ রাজ্যর ভিতরে। বি দ্র : (প্রতিটা আইটেম বরফের তৈরী) |
![]() |
বরফ রাজার চেম্বার |
![]() |
আমার মেয়ে আইস ম্যান এর সাথে। পুরুটাই বরফের তৈরী। |
![]() |
আইস কিংডমের ভিতরের দৃশ্য। |
![]() |
আইস কিংডম এর প্রবেশ মুখ। |
বরফের হাস |
![]() |
বরফের তৈরী প্রাণী |
![]() |
ড্রাগন এবং যোদ্ধারা |
![]() |
বরফের টাওয়ার |
![]() |
তুষার মানব এবং তুষার ঘোড়া। |
![]() |
তুষার পরি ডানে |
![]() |
বরফের তৈরী চেয়ার। রাজার আসন। সমগ্র কক্ষটি পুরু বরফের ওয়াল দিয়ে তৈরী (ICE chamber). তাপমাত্রা কম করে হলেও minus 15/20 degree. শীত কি জিনিস হাড়ে হাডে বুজবেন এখানে বসলে। |
![]() |
আমার আদুরে মেয়ে। |
![]() |
আমার ছেলে। ড্রাগন তার খুব পছন্দ। ড্রাগন এর গেমস গুলু তার খুব প্রিয়। |
![]() |
বরফ যুগের যোদ্ধারা। |
![]() |
নুতন বছরকে স্বাগত জানাতে - বাইরে শূন্য ডিগ্রী তাপমাত্রা তারপর ও ? |
No comments:
Post a Comment