Friday, 25 July 2014

প্রিয় বন্ধু,
আগামী ২রা আগস্ট রাত্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে আমার আম্মার জিয়াফত(মেজবান)। সত্যি বলেতে কি গত একযুগেও তোমাদের অনেকের সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয় নাই। বিশেষ করে দেশের বাইরে থাকার কারনে HSC’88 এর সবকটি অনুষ্ঠান মিস করেছি। আমার জন্য, তোমাদের সাথে অনেক দিন পরে দেখা করার এটাই একমাত্র সূজুগ। বন্ধুরা আশা করি আমাকে নিরাশ করবেনা। 

তুমি আসলে খুব খুশি হবো। আমি আগামী ৩০ তারিখ চট্টগ্রাম পৌছাবো ইনশা আল্লাহ! হয়ত ফোন করে রিমাইন্ডার দেয়ার সুজুগ হবেনা। সুতরাং কোনো মিস নয়।  

বিনীত 

মুহাম্মদ আলী রেজা
লন্ডন  
ফোন= ৬৫৩৫৫৭, ৬৫২৯৬৩ (বাসা, ctg)
লন্ডন : ০০৪৪-০৭৮৬৩৮৮৫৬৬৯  

ভেন্যু : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম
তারিখ : ২রা আগস্ট

সময় : রাত সাত ঘটিকা থেকে শুরু !

No comments: