রাজনীতি, সমাজ আর মনুষ্যত্ব
লোকে বলে অবিচ্ছেদ্য ;
দেশপ্রেম, আম-জনতা আর রাজনীতি
আসলে কি এক ?
মেসপটিমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, আর্য সভ্যতা, রোম সভ্যতা, গ্রিক সভ্যতা ........
ক্লেস্তনীস, সোলন , পেসিস্ট্রাটস , সক্রেটিস, প্লেটো , এরিস্টটল ....
আব্রাহাম লিঙ্কন.... চার্চিল - শতাব্দীর পর শতাব্দী .......!
আসলেই সময় পেরিয়েছে অনেক -
অধরা গণতন্ত্র ?
গনতন্ত্রের সংগ্রাম , শোষিতের অস্তিত্বের সংগ্রাম
বিপন্নের বেঁচে থাকার সংগ্রাম আর কতকাল
প্রশ্ন নিজেকে আমার ?
অটোক্রেটিক নিশ্প্রেষণ, দূর্বৃত্তায়ন, ক্ষমতার লড়াই,
মসনদ, পুঁজিবাদের দখলদারিত্ব, নব্য জঙ্গিবাদ ,
আস্তিক নাস্তিক দন্ধ,.......
আর কতকাল ?
প্রশ্ন নিজেকে আমার ?
ওরা বুঝেনা আইএস, তালিবান, -জঙ্গিবাদ , মৌলবাদ.. , নব্য সংস্কৃতি
নিয়ে ভাবার সময় তোমার নেই ;
বুঝেনা তোমার পেটে ভাত নেই, দু মাসের বাড়ি ভাড়া এখনো বাকি
বুঝেনা দু মাস ধরে তোমার চাকরি নেই
বুঝেনা তোমার শিশু সন্তানের বায়না পূরণের মুরদ নেই ....
নুন আনতে পান্তা ফুরায় -
কারণ তোমার যে চাকরি নেই...ব্যবসা নেই খেটে খাওয়ার সুযোগ নেই..
ওরা বুঝেনা কারণ তারা তোমার জন্য রাজনীতি করেনা।
অভাগা জননী বঙ্গ আমার
দংশিত হবে -ধর্ষিত হবে আর কতকাল ?
কবে তুমি পাবে ফিরে তোমার সৌর্য্য হারানো অহংকার ?
ফিরে পাবে জনগণ তার ন্যয্য অধিকার
আর কতকাল ?
চাই এক শোষণমুক্ত সমাজ
দূর্নীত মুক্ত এক রাষ্ট্র
আর পংকিলতা মুক্ত রাজনীতি ..চাই অনেক কিছু চাই ?
কে দেবে আশীর্বাদ, কে হবে বিশ্বাস
কে হবে মুক্তির দূত এই ক্ষণ সন্ধিক্ষণে ?
জেগে উঠো বাংলাদেশ !!
আর নয় কুলাঙ্গার, লুটেরা অর্থলোভী -ক্ষমতালোভী শাষক
চাই এক সুখী বাংলার রূপকার ?
দেশ আমার , দেশ তোমার
তোমার ইচ্ছে মানে আমার ইচ্ছে
তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন
আমরা এক - আমরা জনগণ
আমরাই গড়ব -
দোহাই সরে পড়ুন সামনে থেকে।
বোকা জনগণ ! আর কতকাল খেলার পুতুল হবে ?
কার জন্য রাজপথ কাঁপিয়েছ ?
কার জন্য পেট্রল বোমা মেরেছ ?
কার জন্য জ্বালাও পোড়াও করছো ?
তোমার কি লাভ ?
প্রশ্ন কর নিজেকে ?
তোমার স্বপ্ন , তোমার দুঃখ , তোমার কষ্ট
তোমার অধিকার ......
দুমুঠো ভাত , একটি সুন্দর জীবন, একটি সুখী সংসার,
একটি সুখী জীবন, একটি সুখী সমাজ,
তোমার একটি নিরাপদ জীবন
সুস্থ বাতাস, বিশুদ্ধ পানি, ন্যায্য শিক্ষা , নিরাপদ যোগাযোগ, ন্যায্য চিকিংসা -
কে দিয়েছে ? কে দেবে ?
প্রশ্ন কর নিজেকে ?
স্বপ্ন দেখো তোমার জন্য , স্বপ্ন দেখো দেশের জন্য
অন্যর স্বপ্ন -লালসার বাহক হইওনা।
গর্জে উঠো আরেকবার তোমার জন্য ...
তোমার জন্য .......
আমার জন্য , আমাদের জন্য !!!
মুহাম্মদ আলী রেজা
লন্ডন
৭ই মার্চ '২০১৫
বিদ্র : লেখাটা রূপকধর্মী। লেখকের একান্ত নিজস্ব চিন্তা চেতনা। কোনো সুনিদৃষ্ট দল কিংবা ব্যক্তি এই কবিতার বিষয় বস্তু নয়। লেখাটা সাংবাদিক বন্ধুরা পত্রিকায় কিংবা ওয়েব সাইট এ ছাপাতে/চাইলে আমার কোনো আপত্তি নাই।
No comments:
Post a Comment