সুখ কোথায় - কেও কি জানো
আমি সুখী হতে চাই -----------
আমার যে কি হয়েছে আমি নিজেও জানিনা
দিগন্তের শেষের নিল আকাশ, বিস্তীর্ণ সবুজ প্রান্তর , পাখির কোলাহল,
সমুদ্রের গর্জন , হলদে সর্ষে ফুলের বাগান ...
কিংবা ব্যস্ত জনপদ, বিশাল বিশাল অট্টালিকা ...
কিছুই আমাকে মোহিত করেনা।
SOHO পাড়ার সুনয়না টগবগে যৌবনা কেউ --
Secret এর লেপডান্স, স্ট্রিপ বার....নুড ক্লাব
পিকাডেলি সার্কাসের আলোক ঝলমল কেসিনো
মিনিস্ট্রি অব সাউন্ড, ফেব্রিক ক্লাব এর কান ফাটানো ২০০০০ watts এর
Electro, Techno, Dubstep, German base music
ডান্স , রক এন্ড রোল ......ইবিজা হলিডে .. ..
না কিছুই আর আমাকে আকর্ষণ করেনা।
যদিও তোমরা অনেকেই বলো সুখ সেখানে।
আমার যে কি হয়েছে আমি নিজেও জানিনা
আমি যে কি চাই নিজেও বুজিনা
আমার অস্তিত্বের কোনো ঠিকানা নেই
নেই কোনো বাসস্থান
নেই কোনো ত্রিমাত্রিক অবয়ব
নেই কোনো কোয়ান্টাম ফিজিক্স এর রিয়ালিটি ;
আছে শুধু ভার্চুয়াল ইমোশন ইমাজিনেশন ;
আছে শুধু ভার্চুয়াল ইমোশন ইমাজিনেশন ;
জীবন আর চাওয়া পাওয়ার মাজে বিশাল এক ব্যবধান
আমার স্বপ্ন সীমাহীন , আমি স্বপ্নচারী,
যোগ বিয়োগ প্লাস মাইনাস কিছুই মিলেনা
আসলে জীবনটা কি ?
শৈশবে এই পাথর খন্ডে বসে আমি সূর্যাস্ত দেখতাম
দেখতাম পশ্চিমের লাল সূর্যটা কেমন করে টুপ করে লেকের পানিতে ডুব দেয়।
লিখতাম কবিতা তোমাকে ভেবে,
তুমি কে তা তো জানা হয়নি---?
আসলে তুমি ছিলে কল্পনার মোনালিসা। ..
আজ ছন্দ, তাল, লয় কিছুই আসেনা , কলমও চলেনা ,
কল্পনার ক্যানভাসে মোনালিসাও আঁকা হয় না
তাই কবিতাও আসেনা।
সুখ কোথায়----অর্থ? প্রাচুর্য ? প্রতিপত্তি ? বিলাসিতা?
নাম ? যশ ? কোথায়... কোথায় ?
কেও কি জানো ?
নাম ? যশ ? কোথায়... কোথায় ?
কেও কি জানো ?
আমি সুখী হতে চাই
দেবে কি আমায় একটু সুখ !
আমি ফিরে যেতে চাই আমার নীড়ের কাছে
যেখানে আমার মা -মাটি -আমার পূর্বসুরী
সে কোন জনপদ ?
আসলে কি সুখ সেখানে ?
বিদ্র : অনেক পুরনো এই কবিতাটা তবে একটু মডিফাইড করা কিছু সংযযোজন -বিযোজন এর মাধ্যমে।
No comments:
Post a Comment