Saturday, 24 May 2014

সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্থ গণতন্ত্র অপরিহার্য


আমার পূর্বের লেখা  'Gateways to a beautiful life' এর  কিছূ অংশে Fair Politics বিষয়ক এবং বন্ধু নাজমুল হোসাইনের ইউকে নির্বাচন নিয়ে সম্প্রতি লেখার সুত্র ধরে নিচের ছবি গুলো   এই পেইজের প্রতিষ্ঠাতা অ্যাডমিন আলী হোসেন আকাশ যখন লন্ডনে পড়ালেখা উপলক্ষে ছিল - প্রায়শ যখনি আমার সাতে দেখা হতো আমাদের আলোচনার বিষয়ই থাকত বাংলাদেশে কিভাবে একটি সুস্থ রাজনীতিক পরিবেশ তৈরি করা সম্ভব   সে আমকে সুস্থ রাজনীতির প্রতি তার আকুতির কথা বলত   আমি তার মধ্যে একটা সত্যিকারের দেশ প্রেম দেখতে পেয়েছিলাম. আমি বলতাম গণ সচেতনতা সৃষ্টির মধ্যে দিয়ে একটা পরিবর্তন সম্ভব   একটা পরিবর্তনের সপ্ন নিয়ে, একটা ভালো কিছূ করার ইচ্ছা নিয়ে সে তখন থেকেই এই পেইজটা " Fair Politics in Bangladesh ' খুলেছিল   সেই থেকে এই গ্রূপ এর সব মেম্বাররা একটি সুন্দর বাংলাদেশের জন্য, একটি সুস্থ রাজনৈতিক  পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিজেদের উজাড় করে লিখছে ! অনেকদিন ধরে আমিও ভাবছি কিছূ কিছূ ভালো কথা সবাই যদি লিখি প্রতিদিন তবে নিসন্দেহে আমাদের মধ্যে পরিবর্তন আসবে আর যদি এড়িয়ে যাই তবে প্রতিনিয়তই আমাদের রাজনীতি দুর্নীতিবাজ, লাজ -লজ্জাহীন রাজনীতিবিদের দারা কলুষিত হবে ! প্রতিদিনই সৃষ্টি হবে নুর হোসেন কিংবা নুতুন নুতন গড ফাদার    
আসল কথায় ফিরে আসি ! গত ২২ মে এখানে(লন্ডন) নির্বাচন হলো কাউন্সিল নির্বাচন - অনেকটা আমাদের সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কমিশনার নির্বাচনের মতো তবে না আছে দেয়াল লিখন, না আছে কোনো পত্রিকায় ভোট চেয়ে বিজ্ঞাপন , কিংবা কোনো মিছিল , মিটিং। হা আছে তা হলো এলাকার বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে নিজেদের অংশগ্রহন, গণসংযোগ, এলাকার সমসসা নিয়ে কথা বলা। এই সব। এবার মোট ভোটের পার্সেন্টেজ ৪৩% এর খুব একটা বেশি নয়। অথচ আমদের দেশে ভোটের সময় একটা হই হই রই রই  অবস্থা অনেক টাকা খরচ করতে হয় প্রতিজন candidate কে ভোট কেনার জন্য কিংবা শক্তি প্রদর্শনের জন্য যার ফলে জনকল্ল্যানের আসল উদ্দেশ্যই বিনষ্ট হয়ে যায়।রাজনীতি জনকল্যানের জন্য না হয়ে ব্যবহৃত হচ্ছে ক্ষমতা দখলের কিংবা কতৃত্ব স্থাপনের হাতিয়ার হিসাবে। কেনো আমরা এতটা রাজনীত নির্ভর হবো   রাজনীতিকে লাভজনক ব্যবসা বানালে তো হবেনা ! রাজনীতি জনগনের জন্য , জন কল্যাণের জন্য রাজনীতি টেন্ডারবাজি কিনবা ঘুষের দালালি করার জন্য নই ! সে কারনে আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছেনা ! বিষয়টা অনেক বিশাল আলোচনার বিষয়! অল্প আলোচনায় এটাকে ফুটিয়ে তোলা সম্ভভ নয় ! যেটা বলতে চাই সেটা হলো আমাদেরকে আমাদের অধিকারের জন্য বলতে হবে , লড়তে হবে এবং সোচ্চার হতে হবে! অপরাজনীতিবিদের ঘৃনা করা শিখতে হবে. তাদের এড়িয়ে যেতে হবে  তাদের আমরা ভোট দেবনা . তাদের আমরা জন প্রতিনিধি করবনা ! ভারতে যদি এক সময়কার চা বিক্রেতা প্রধান মন্ত্রী হতে পারে তবে আমাদের দেশে কেনো ভালো লোক নেতা হতে পারবেনা ! হোক সে স্কুল মাস্টার, তার বিশাল অর্থ না থাকতে পারে , কিন্তু যদি থাকে শিক্ষা এবং দেশ প্রেম তবে তাকেই নির্বাচিত করা উচিত আমি মনর করি ! অন্তত সে নির্বাচিত হলে তার টাকার নেশা থাকবেনা ! কারণ সেতো লক্ষ্ টাকা খরচ করে নির্বাচন করতে হই নাই ! তার জনবল এবং অর্থ হবে এলাকার জনগণ।  জনপ্রতিনিধি যেন কোনো লাভজনক পোস্ট না হয়ে যেন সম্মানের পোস্ট হয় ! সেরকম হলে ভোট কেন্দ্রে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন পড়বেনা, মিছিল করতে হবেনা, পোস্টের লাগাতে হবেনা দেয়ালে , কাওকে চা   খাওয়াতে  হবেনা। দেখাতে হবেনা কোন পেশী শক্তি    আমরা কিছূ খারাপ লোকের কাছে সমগ্র দেশটা কে জিম্মি হয়ে থাকতে তো দিতে পারিনা   কখনো খারাপ লোক দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা কিংবা দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়   নিচে লন্ডনের কয়েকটা ভোট কেন্দের ছবি দেয়া হলো   বাইরে কোনো পুলিশ নাই, কোনো জটলাও নাই , নেই কোনো কেম্পেইন    কি করে সম্ভব হলো ? সেটার জন্য অবশ্যই বিশাল আলোচনা প্রয়োজন   আমি আশা করি আমার পরবর্তী লেখায় একটা জবাবদিহি মূলক রাজনৈতিক কাঠামো, এবং জবাবদিহি মূলক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে সম্ভব সেটা পরবর্তী লেখাতে থাকবে   মনে রাখতে হবে কিছূ দুষ্ট লোকের জন্য আমরা আমাদের ভবিষ্যতকে, আমদের সুখকে বিসর্জন দিতে পারিনা  
সব কথার শেষ কথা হলো প্রতিটি জীবনই সুখের। প্রতিটি সমাজও সুন্দর।  জীবনকে অন্তরের ভিতরের সুন্দর চোখ দিয়ে দেখতে হবে। সমাজকে নিজের মতো করে ভাবতে হবে ! আমরা সবাই ভুল করি ,  তারপর আমাদেরকে সেই সত্যকে খুঁজে নিতে হবে   আমাদের জন্য, আমদের সুখী জীবনের জন্য, একটি সুখী সমাজের জন্য, একটি সুন্দর রাষ্ট্রের জন্য যেখানে রাজনৈতিক প্রতিহিংসা থাকবেনা, থাকবেনা হত্যা, গুম কিংবা মুক্তিপণ আদায়ে অপহরণ, কিংবা যৌতুকের লোভে নারী নির্যাতন কিংবা শিশু নারী ধর্ষণ। আমি কোনো দার্শনিক নই, কিংবা মহামানব আমি একজন সাধারণ মানুষ আমদেরকে এই সহজ কথা গুলো ভাবতে হবে এবং অন্যকেও ভাবাতে হবে। একটা সমাজের পরিবর্তন এভাবে হবে যখন সবাই সুস্থ চিন্তা করবে। ভালো মানুষদের ভিড়ে দুষ্ট -খারাপ লোক্গুলু পালিয়ে যাবে, লজ্জা পাবে, ভয় পাবে অন্যায় করতে আমরা সারা জীবন গুটি কতক খারাপ লোকের কাছে জিম্মি হয়ে থাকতে পারিনা আমাদের সুখ্গুলুকে এইভাবে তাদের জন্য ধবংস হতে দিতে পারিনা। Bangladesh is yours and mine. Make it a better place -you and for me.

নিচের ছবি গুলু ইউকে এর বিভিন্ন ভোট কেন্দের বাইরে থেখে তোলা। কোনো পুলিশ নাই , নেই কোনো জটলা কিংবা অহেতুক ভোট কেম্পেন।  কেন কেন্দ্র দখলের চেষ্টা নেই ? নিচ্চয় কারণ আছে ?