Monday, 5 May 2014

বাবা ও মেয়ে


Father and daughter dialogues 

বাবা ও মেয়ে

বলোনা বাবা, আজ কি তোমার অফিস ছুটি!
তোমার দেয়া লাল ফ্রকটা পড়বো নাকি?
দেবে কি বেঁধে আমার চুলে ছোট্ট ঝুটি?
যেমন করে বলো তুমি-
পনি টেইলে আমায় নাকি মানায় ভারি!
বলোনা বাবা, আজ কী তোমার অফিস ছুটি!
তুমিও যাও সাত সকালে, আজকে শুধু একটু দেরী।
আজকে আমার স্কুল ছুটি, হাতে শুকনো রুটি
খাবোনা আজ যতই বকো। তুমি আমায় খাইয়ে দেবে?
বলোনা বাবা, আজ কি তুমি থাকবে বাড়ি?
চালাবো নাহয় দুজন মিলে খেলনা গাড়ি!
সারাটাদিন কাটাবো আজ যেমন খুশী,
সপ্তাহজুড়ে পাইনাতো আর তোমায় বেশী;
মায়ের সাথে একা একা শুধুই বকি,
বলোনা বাবা, আমি কী সেই আগের মতো ছোট্ট খুকী?
সেই যে তুমি বাসায় ফেরো রাতের বেলা,
আমি তখন মায়ের পাশে ঘুমিয়ে একা।
এতো কিসের কাজগো বাবা?
আমার জন্যে একটু না হয় দিলেই ফাঁকি!
চাকরি যাবে? যাকনা চলে!
জুটিয়ে নেবে নতুন কিছু মনের মতো,
ফিরবে বাসায় তাড়াতাড়ি আগের মতো।
মুখে তুলে খাইয়ে দেবে,
চুল যে মাথার আঁচড়ে দেবে,
পায়ে জুতো পরিয়ে দেবে,
বিকেলবেলায় বেড়াতে নেবে,
আদরে মন ভরিয়ে দেবে;
মায়ের মুখেও দেখবে তখন অনেক হাসি।
সত্যিই বাবা, তোমায় আমি বড্ড বেশী ভালবাসি।
মিস করি তাই তোমায় আমি বেশী বেশী!
বলোনা বাবা, আজ কী তোমার অফিস ছুটি!
তোমার হাতেই খাবো নাহয় শুকনো রুটি।
রাখবে ধরে আদর করে হাতের মুঠি,

রোজ যদি হয় এমন তোমার অফিস ছুটি!

2 comments:

Anonymous said...

Excellent......very touching..Bhai, keep it up- ASIF

M Ali Reza said...

thanks Asif bai